জলজ (ফারহানা খানম)

জলজ (ফারহানা খানম)

ছবি: ফারহানা খানম।

~~~~জলজ~~~~
–—-ফারহানা খানম——********************************************************************************************

আজকাল যখন তখন জোর বৃষ্টি নামে
তুমুল হাওয়ায় খুলে যায় জানালার শার্শিগুলো
ঘরময় ধুলোর প্রলেপ
চারদিকে উপচানো জল… অবিন্যস্ত শহর ,জনপদ।
টিভি চ্যানেল আর খবরের কাগজে
দুর্গত মানুষের বিপন্নতার চিত্র।


একটা বিষাদের মেঘ সেঁটে থাকে দৃষ্টিতে
আর গুমোট দুপুরটা গা এলিয়ে পড়ে থাকে বিছানায়
হুট-হাট রোদ ও ওঠে
আলগোছে মেলে দেয় তার আয়েশি আঁচল।


রোদ-বৃষ্টির এই অচেনা সখ্যতার সাথে
আমার পরিচয় নেই
কিন্তু ঘোর বর্ষার ভাংচুরের সাথে
পরিচয় ত অনেক আগে থেকেই
তাই বিষাদের পুরনো চিত্রকল্প চোখে ভাসে বার বার।


সত্যব্রত তুমি কি তখনো নূপুরের কথাই ভাবো?
একদিন বলেছিলে জল-তরঙ্গের সাথে
নূপুরের বোলের একটা সুর-সঙ্গম আছে
সে কথা ভাবতে ভাবতেই কি
এক বুক তেষ্টা নিয়ে বেড়িয়ে যাও তাল শাঁসের মত?


জলজ বিকেলটাকে উপভোগ্য করার অভিপ্রায়ে
জল-নিমগ্ন শহরে জোনাক খুঁজবো আজ
মিশে যাই নাগরিক কোলাহলেই।

__________________________________________________________________

অতিথি লেখক