সৌখিন জাতি…

সৌখিন জাতি…
ছবি: লুৎফর রহমান হিমেল।

লুৎফর রহমান হিমেল: মানুষ নিজের ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে যে হারে চিন্তিত, সে হারে নিজের জীবন নিয়েও বোধয় সেভাবে চিন্তিত না। রাস্তাঘাটে বের হলেই নানা ঘটনা-দূর্ঘটনার অনিশ্চয়তা। তারপরও তারা সেটা নিয়ে ভাবতে নারাজ। তাদের ভাবনা ফেসবুকের অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে!


গত কয়েকদিন ধরে দেখছি, নানাজন ফেসবুকের নিরাপত্তা নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, নিজে সচেতন হচ্ছেন; অন্যদের সচেতন করছেন এভাবে: অভিনন্দন শব্দটি কমেন্টে লিখুন, যদি আপনার অভিনন্দন রঙিন হয় আপনার অ্যাকাউন্ট নিরাপদ। না হলে আপনার অ্যাকাউন্ট নিরাপদ না।


কত সৌখিন জাতি আমরা। নিজের নয়; ফেসবুকের নিরাপত্তা নিয়ে চিন্তায় আমাদের ঘুম হয় না!


[লুৎফর রহমান হিমেল: বার্তা সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন।]

অতিথি লেখক