মহাসড়কে কোনো যানজট নেই: সেতুমন্ত্রী

মহাসড়কে কোনো যানজট নেই: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বেশিরভাগ সড়ক মেরামত করা হয়েছে। বাকি রাস্তাগুলো সোমবারের মধ্যে যানচলাচলের উপযোগী করে তোলা হবে। সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি ও ঢাকা সিলেট মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, মহাসড়কে কোনো যানজট নেই। ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় চলাচলের সময় বিকল হয়ে মাঝে মধ্যে যানজট সৃষ্টি হচ্ছে। রাস্তার ত্রুটির কারণে মহাসড়কে কোনো যানজট হচ্ছে না। তিনি জানান, ঈদের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সড়কের ত্রুটির কারণে যানজট হওয়ার কোনো আশংকা নেই। ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে আশা প্রকাশ করেন তিনি পরিবহন মালিক শ্রমিকদের অনুরোধ করেন, ঈদের আগে যেন ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানো হয়।


রাস্তায় পাশে গরুর হাট বসানোর ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জেলা ও পুলিশ প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কঠোর নির্দেশনা দেয়া আছে যাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপের কারণে প্রশাসন নতি শিকার না করে। সড়ক পরিদর্শন শেষে মন্ত্রী ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের অস্থায়ী অফিসে ঢাকা, সিলেট ও নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করে সড়ক মহাসড়কগুলোর খোঁজ খবর নেন। ঈদযাত্রায় যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য তাদের নির্দেশনা দেন তিনি। এসময় স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আব্দুস সবুর, ঢাকা বিভাগীয় তত্তাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি