প্রধান বিচারপতি’র ছুটির আবেদন

প্রধান বিচারপতি’র ছুটির আবেদন

নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কম: অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে এক মাসের ছুটি চেয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ২ অক্টোবর (সোমবার) এ বিষয়ে তিনি আবেদন করেন। আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি এক মাসের ছুটি চেয়েছেন। আবেদনে আগামীকাল থেকেই তিনি ছুটিতে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।


এক মাসের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলবে আগামীকাল মঙ্গলবার। এদিন থেকেই তিনি ছুটিতে যাওয়ার আবেদন করলেন। এর আগে ২৭ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ছিল। আর প্রধান বিচারপতি ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরে ছিলেন।


প্রধান বিচারপতি ছুটিতে গেলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক হিসেবে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।


প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার চাকরির আরও ৪ মাস বাকি আছে। তার চাকরির মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩১ জানুয়ারি।

নিজস্ব প্রতিনিধি

Related articles