বিদ্যুৎ বিভ্রাটে পার্বত্য তিন জেলা

বিদ্যুৎ বিভ্রাটে পার্বত্য তিন জেলা

এসবিডি নিউজ24 ডট কম,চট্টগ্রাম ব্যুরো: জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের ফলে পার্বত্য তিন জেলায় ১১ অক্টোবর (বুধবার) সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই। পার্বত্য জেলা চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে বিকেল ৫টা থেকে লোডশেডিং রয়েছে। এর মধ্যে সন্ধ্যার পর কোনো কোনো স্থানে বিদ্যুৎ আসলেও পরক্ষণেই তা চলে যায়। রাত সাড়ে ৮টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর কোথাও বিদ্যুৎ আসেনি।


এর আগে দুপুর ২টার দিকে হাটহাজারীর জাতীয় গ্রিডে ত্রুটি দেখা দিলে তিন জেলায় লোডশেডিং হয়। দ্রুত ত্রুটি মেরামত করা সম্ভব হলে ঘণ্টাখানেক পরে বিদ্যুৎ সংযোগ ফিরে আসে। সন্ধ্যা ৫টার পর আবার বিদ্যুৎ চলে যায়। চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, দুপুরে ত্রুটি দ্রুত মেরামত করা সম্ভব হয়। বিকেলে ৫টার দিকে বিপর্যয় ঘটে। মেরামতের চেষ্টা চলছে। রাত ১১টা নাগাদ বিদ্যুৎ আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

এসবিডি নিউজ ডেস্ক