নিউ ইয়র্কের বাস টার্মিনালে বিস্ফোরণ

নিউ ইয়র্কের বাস টার্মিনালে বিস্ফোরণ

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটানে দেশটির সবচেয়ে বড় বাস টার্মিনালে একটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পর তারা তৎপরতা শুরু করেছে। ১১ ডিসেম্বর (সোমবার) স্থানীয় সময় সকালে বিখ্যাত টাইম স্কয়ারের পাশের এই বাস টানির্মালে বিস্ফোরণ হয়।


নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, ম্যানহাটানের অষ্টম অ্যাভিনিউয়ের ৪২তম সড়কে টার্মিনালে বিস্ফোরণ হয়। তবে কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে, সে সম্পর্কে কিছু জানতে পারেনি তারা। ঘটনার পর সড়কের এ, সি, ই লাইন থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে।


এবিসি নিউজ জানিয়েছে, পুলিশের ধারণা পাইপ বোমার বিস্ফোরণ হয়েছে। একটি ক্যাবল নেটওয়ার্কের খবরে বরা হয়েছে, এ ঘটনায় একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ এবং একজন আহত হয়েছে। প্রতি বছর প্রায় সাড়ে ৬ কোটি লোক ‘দি পোর্ট অথরিটি বাস টার্মিনাল’ নামের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই টার্মিনাল ব্যবহার করে থাকে।


[সূত্র : বিবিসি অনলাইন।]

আন্তর্জাতিক ডেস্ক