মাদাগাস্কার দ্বীপে ঘূর্ণিঝড়ঃ নিহত ৬৫

মাদাগাস্কার দ্বীপে ঘূর্ণিঝড়ঃ নিহত ৬৫

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ ভারত মহাসাগরে অবস্থিত মাদাগাস্কার দ্বীপে শক্তিশালী ঘূর্ণিঝড় ইরিনার আঘাতে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছে । দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় এখনও তিন ব্যক্তি নিখোঁজ রয়েছে। হতাহতদের অধিকাংশই মাদাগাস্কারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইফানাদিয়ানা জেলার অধিবাসী বলে জানা গেছে।

প্রাথমিক খবরে জানা যায়, মৌসুমি ঝড় ইরনা দক্ষিণ আফ্রিকা থেকে মাদাগাস্কার হয়ে মোজাম্বিকে আঘাত হানে। মোজাম্বিকে এক জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

দক্ষিণ আফ্রিকার ডারবান উপকূল এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ডারবান সিটি করপোরেশনের মুখপাত্র থাবো মোফোকেং জানান, সকল জাহাজকে বন্দর ত্যাগ না করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, মাদাগাস্কারে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়কে সাইক্লোনের ঋতু বলা হয়। প্রায় প্রতিবছর ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলীয় অঞ্চলে প্রাণ হানি ঘটে। ১৯৮৪ সালের ঘূর্ণিঝড়ে ২১৪ জনের প্রাণহানি ঘটে।

সূত্রঃ বিবিসি অনলাইন।

আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।