হুমকীর সম্মুখিন পৃথিবী!

হুমকীর সম্মুখিন পৃথিবী!

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ পৃথিবীর দিকে শক্তিশালী সৌরঝড় ধেয়ে আসছে। বিবিসি এক খবরে জানিয়েছে, গত পাঁচ বছরের চেয়েও এবারের সৌরঝড় বেশি শক্তিশালী। যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদেরা জানিয়েছেন, গত মঙ্গলবার থেকে শুরু হলেও শক্তিশালী এ ঝড় পৃথিবীতে আঘাত হানতে পারে আজ ৮ মার্চ (বৃহস্পতিবার)। যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদেরা আশঙ্কা করছেন, এ সৌরঝড়ের কবলে পড়ে বিকল হয়ে পড়তে পারে বিদ্যুত্ ব্যবস্থা, স্যাটেলাইট এমনকি বিমান চলাচল ব্যবস্থাও। এ ঝড়ের ফলে চার্জিত কণার নির্গমন সবচেয়ে ক্ষতির কারণ হতে পারে। তবে আকাশ পরিষ্কার থাকলে উত্তর মেরুতে মেরুপ্রভা দেখা যাবে বলেও জানিয়েছেন গবেষকেরা। গবেষকেরা জানিয়েছেন, সূর্যে এখন আবহাওয়া চক্রের সক্রিয় দশা চলছে। বর্তমান দশাকে বলা হচ্ছে, ‘সোলার সাইকেল ২৪।’ ২০১৩ সালে চূড়ান্ত সক্রিয় হবে এ চক্রটি।

সূত্রঃ বিবিসি।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।