হালনাগাদ কাজে আনুমানিক ৮০ কোটি টাকা ব্যয় হবেঃ সিইসি

হালনাগাদ কাজে আনুমানিক ৮০ কোটি টাকা ব্যয় হবেঃ সিইসি

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ১০ মার্চ (শনিবার) থেকে ৩২টি জেলার ৬৪টি উপজেলায় একযোগে শুরু হচ্ছে ছবিযুক্ত ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম। সম্ভাব্য ৭০ লাখ নতুন ভোটারের টার্গেট নিয়ে এ কার্যক্রম শুরু হচ্ছে। এই কাজের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি টাকা। এ তালিকা দিয়েই অনুষ্ঠিত হবে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন। ৮ মার্চ (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে হালনাগাদের পরিবতির্ত সময়সূচির বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ। এ সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, আবদুল মোবারক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, মো. শাহনেওয়াজ এবং ইসি সচিব ড. মোহাম্মদ সাদিকসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার হালানাগাদ কার্যক্রম দেশব্যাপী চলবে চার ধাপে। সাভার বিশ্ববিদ্যালয় কলেজে হালনাগাদের কাজ উদ্বোধনের মাধ্যমে শনিবার সকাল ১১টায় শুরু হবে।

সিইসি বলেন, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবে। চারটি ধাপে পুরো হালনাগাদ কাজ সম্পন্ন করা হবে। যাদের বয়স ২০১৩ সালের জানুয়ারিতে ১৮ বছর পূর্ণ হবে তারা এ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। কাজ শুরুর জন্য প্রয়োজনীয় সংখ্যক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেয়া হয়েছে। সারাদেশে মোট রেজিস্ট্রেশন কেন্দ্র হবে ৫ হাজার ১১৫টি।  এ বিষয়ে ইসি সচিবালয় জানিয়েছে, বতর্মানে দেশে মোট ভোটার রয়েছে ৮ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৩৫৬। হালনাগাদে আনুমানিক ৭০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হবেন।

এদিকে আগের সময়সূচি অনুযায়ী ডিসিসি এলাকায় ২০১৩ সালের জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদের সময় নির্ধারণ করা ছিল। সংবাদ সম্মেলনে সিইসি বলেন, আইনগত বাধ্যবাধকতা থাকায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হালনাগাদের কাজ শেষ হবে। গত দুই বছর হালনাগাদ না হওয়ায় সেই সময়ের তথ্য এবং ২০১৩ সালের তথ্যসহ সংগ্রহের বিশাল কাজটি এবার করতে হচ্ছে। তাই একসঙ্গে এ কাজ শুরু করা যাচ্ছে না। সিইসি জানান, হালনাগাদ কাজে আনুমানিক ৮০ কোটি টাকা ব্যয় হবে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রবাসীদের ভোটার করা ভোট দেয়ার বিষয়টি চলমান রয়েছে। তবে ছিটমহলবাসী ভোটার হতে পারবেন কি না এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সিইসি।

শনিবার যেসব স্থানে হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে: পঞ্চগড় সদর, ঠাকুরগাঁও সদর, দিনাজপুরের নবাবগঞ্জ, নীলফামারীর সৈয়দপুর, লালমনিরহাটের হাতীবান্ধা, রংপুরের তারাগঞ্জ, কুড়িগ্রামের রৌমারী, গাইবান্ধার ফুলছড়ি, জয়পুরহাট সদর, বগুড়ার নন্দীগ্রাম, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, নওগাঁর ধামইরহাট, রাজশাহীর তানোর, নাটোরের বাগাতিপাড়া, সিরাজঘঞ্জের চৌহালি, পাবনার আটঘরিয়া, মেহেরপুর সদর, কুষ্টিয়ার কুমারখালী, চুয়াডাঙ্গা সদর, ঝিনাইদহ সদর, যশোরের অভয়নগর, মাগুরা সদর, নড়াইল সদর, বাগেরহাটের রামপাল, খুলনার কয়রা, সাতক্ষীরার কালারোয়া, বরগুনা সদর, পটুয়াখালীর গলাচিপা, ভোলার তজুমদ্দিন, বরিশালের মেহেন্দিগঞ্জ, ঝালকাঠির কাঁঠালিয়া, পিরোজপুরের কাউখালী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, মাদারীপুরের কালকিনি, শরীয়তপুর সদর, ফরিদপুরের ভাঙ্গা, রাজবাড়ী সদর, মানিকগঞ্জের দৌলতপুর, মুন্সীগঞ্জের গজারিয়া, নরসিংদীর পলাশ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ঢাকার সাভার, গাজীপুরের কালীগঞ্জ, টাঙ্গাইলের নাগরপুর, জামালপুরের মাদারগঞ্জ, শেরপুরের সদর, ময়মনসিংহের ত্রিশাল, নেত্রকোনার মোহনগঞ্জ, কিশোরগঞ্জের কুলিয়ারচর, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, সিলেটের ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজারের কমলগঞ্জ, হবিগঞ্জের চুনারুঘাট, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কুশিয়ার মেঘনা, চাঁদপুরের মতলব উত্তর, ফেনীর ফুলগাজী, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, লক্ষ্মীপুর সদর, চট্টগ্রামের লোহাগাড়া, কক্সবাজারের চকরিয়া, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, রাঙ্গামাটির রাজস্থলী ও বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়।

বিশেষ প্রতিনিধি

Related articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।