চীনে সাইবার যুদ্ধঃ ঝুঁকির মুখে মার্কিন সামরিক বাহিনী

চীনে সাইবার যুদ্ধঃ ঝুঁকির মুখে মার্কিন সামরিক বাহিনী

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ চীনের সাইবার যুদ্ধের সক্ষমতা বেড়ে যাওয়ায় ঝুঁকির মুখে পড়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন কংগ্রেসের জন্য তৈরি করা এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। তাইওয়ান কিংবা দক্ষিণ চীন সাগর নিয়ে সম্ভাব্য দ্বন্দ্বের সময় মার্কিন বাহিনীকে ওই ঝুঁকি মোকাবেলা করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশন ১৩৬ পৃষ্ঠার এ প্রতিবেদন তৈরি করেছে।  এতে বলা হয়েছে-চীনা সামরিক বাহিনী ও জাতীয় উন্নয়ন কৌশলের জন্য গত দশকে বেইজিংয়ের কাছে কম্পিউটার নেটওয়ার্কবিরোধী অভিযান একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। চীনের বিশাল বিশাল টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় দেশটির সেনাবাহিনী সে সক্ষমতা অর্জন করেছে এবং তারা সহজেই এখন মার্কিন সামরিক বাহিনীর ব্যবহার করা ইলেক্ট্রনিক সরঞ্জামের সাপ্লাই নেটওয়ার্কে বাধা সৃষ্টি করতে পারছে।

এদিকে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই’র পরিচালক রবার্ট মুলার সতর্ক করে দিয়ে বলেছেন, সহিংস চরমপন্থীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলা শুরু করতে পারে এবং এ জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে হবে। মার্কিন কংগ্রেসের একটি কমিটির সামনে দেয়া বক্তব্যে তিনি আরো বলেছেন, এ পর্যন্ত সন্ত্রাসীরা পুরো মাত্রায় সাইবার হামলা চালায়নি তবে, তারা তা করবে না সে কথা বলা যাবে না। মুলার বলেন, এরইমধ্যে চরমপন্থীরা তাদের হ্যাকিংয়ে দক্ষতা অর্জনে আগ্রহের কথা জানান দিয়েছে এবং এফবিআই’র সন্ত্রাসবিরোধী মিশন অনেক বেশি কঠিন ও চ্যালেঞ্জিং করে তুলেছে। অন্যদিকে, মার্কিন খ্যাতনামা এন্টি-ভাইরাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান পান্ডা ল্যাবের ওয়েবসাইট হ্যাকিংয়ের কবলে পড়েছে। গতকাল অ্যানোনিমাস হ্যাকার গ্রুপের কয়েকজন সদস্যকে আটক করার পর এ ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হলো।

আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।