এক সপ্তাহের মধ্যে ডাকসু নির্বাচনের বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষার্থীদের অনুরোধ

এক সপ্তাহের মধ্যে ডাকসু নির্বাচনের বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষার্থীদের অনুরোধ

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও কোষাধ্যক্ষকে আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) দিয়েছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। একই দাবিতে ১১ মার্চ (রোববার) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ ওই শিক্ষার্থীদের পক্ষে ডাকযোগে বিবাদীদের ওই নোটিশটি পাঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাদিম মাহমুদসহ ৩১ জন শিক্ষার্থীর পক্ষ থেকে ওই নোটিশ পাঠানো হয়। নোটিশে এক সপ্তাহের মধ্যে ডাকসু নির্বাচনের বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায়, রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের সংবিধান অনুযায়ী প্রতি বছর ডাকসুতে নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনের মূল উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে তৈরি করা এবং তাঁদের মধ্যে নেতৃত্ব সৃষ্টি করা, পাঠ্যক্রমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের সর্বোচ্চ সুবিধাপ্রাপ্তি এবং শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক আদান-প্রদান জোরদার করা।

গত ২০ বছরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নেয়নি। তাদের এই ব্যর্থতার কারণে হাজার হাজার শিক্ষার্থী তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই ব্যর্থতার কারণে ক্যাম্পাসে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্দেশ করে নোটিশে বলা হয়, ‘ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আপনারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি। যার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব পালনে আপনারা ব্যর্থ হয়েছেন। বিভিন্ন সময়ে নানা মহল থেকে এই নির্বাচন অনুষ্ঠানে দাবি উঠলেও আপনারা সেই দাবিকে উপেক্ষা করে গেছেন। এটা অবৈধ এবং দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থতার শামিল। এই পরিস্থিতিতে অনতিবিলম্বে ডাকসু নির্বাচনে পদক্ষেপ নিতে আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’ এদিকে অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানবন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ’ এ মানববন্ধনের আয়োজন করে। দাবি আদায়ে ১৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধনে ঘোষণা দেয়া হয়।

এসবিডি নিউজ ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।