১২ মার্চের বিএনপির মহাসমাবেশ এবং ১৪ দলের আজকের সমাবেশ এই দুটি ঘটনা বিশ্লেষণ করলেই তত্ত্বাবধায়ক সরকারের দাবির যৌক্তিকতা পাওয়া যায়ঃ মির্জা ফখরুল

১২ মার্চের বিএনপির মহাসমাবেশ এবং ১৪ দলের আজকের সমাবেশ এই দুটি ঘটনা বিশ্লেষণ করলেই তত্ত্বাবধায়ক সরকারের দাবির যৌক্তিকতা পাওয়া যায়ঃ মির্জা ফখরুল

মোক্তার হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিএনপির নেতৃত্বাধীন চার দলের মহাসমাবেশের সময় লঞ্চ, বাস, সিএসজি, এমন কি রিকশাও তল্লাশি করা হয়েছে। খাবার দোকানও খোলা ছিল না। অথচ আজ ১৪ দলের সমাবেশে বিনা খরচে লোক আনা হচ্ছে। তাদেরকে বাস ভাড়াও দিতে হচ্ছে না। সমাবেশে লোকজন আনার জন্য জোর-জবরদস্তি করা হচ্ছে। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ বুধবার মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ১২ মার্চ বর্তমান সরকারের নৈতিক পরাজয় ঘটেছে। তাদের যদি বোধ থাকে, তাহলে উচিত হবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে নির্বাচনের ঘোষণা দেয়া। মির্জা ফখরুল বলেন, ১২ মার্চের বিএনপির মহাসমাবেশ এবং ১৪ দলের আজকের সমাবেশ এই দুটি ঘটনা বিশ্লেষণ করলেই তত্ত্বাবধায়ক সরকারের দাবির যৌক্তিকতা পাওয়া যায়। মির্জা ফখরুল প্রশ্ন তোলেন, মহাসমাবেশের মতো একটি শান্তিপূর্ণ কর্মসূচির ক্ষেত্রে আমাদের সমান সুবিধা হয়নি। সেখানে জাতীয় নির্বাচনের মতো একটি ঘটনায় কীভাবে বিরোধী দল অংশ নেবে? বিরোধী দলের কর্মীদের সরকার ভোট দিতে আসতে দেবে, তা কি বিশ্বাস করা যায়! সব কিছু মিলিয়ে আমরা মনে করছি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি যৌক্তিক। সরকারের উচিত এ দাবি মেনে নেয়া।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।