ডিএসইতে ২২৪ কোটি টাকার শেয়ারের লেনদেনঃ সূচক চার হাজার পয়েন্ট ছাড়িয়েছে

ডিএসইতে ২২৪ কোটি টাকার শেয়ারের লেনদেনঃ সূচক চার হাজার পয়েন্ট ছাড়িয়েছে

এসবিডি নিউজ২৪ ডট কম,ডেক্সঃ

ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) আজ বৃহস্পতিবার দিন শেষে সাধারণ মূল্যসূচক চার হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে। সকালে লেনদেনের শুরুতে সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেলেও দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচকও।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা তিনটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৯০ পয়েন্ট বেড়ে ৪,০০০ পয়েন্টে দাঁড়িয়েছে। দিন শেষে ডিএসইতে মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৯টি প্রতিষ্ঠানেরই দাম বেড়েছে, কমেছে আটটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ২২৪ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। দেশের প্রধান এই পুঁজিবাজারে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলোঃ ন্যাশনাল ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন, বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ, বিকন ফার্মাসিউটিক্যালস, সোস্যাল ইসলামী ব্যাংক লি., সামিট পাওয়ার, মার্কেন্টাইল ব্যাংক, আরএন স্পিনিং মিলস ও লংকা বাংলা ফিন্যান্স।

এসবিডি নিউজ ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।