পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বিষয়ে নতুন কৌশল প্রণয়ন করা হবেঃ অর্থমন্ত্রী

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বিষয়ে নতুন কৌশল প্রণয়ন করা হবেঃ অর্থমন্ত্রী

মোক্তার হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি ব্যাংকের লাইসেন্স দেয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, লাইসেন্স পাওয়ার ছয় মাসের মধ্যে ব্যাংকগুলোকে তাদের কার্যক্রম শুরু করতে হবে। ১৫ মার্চ (বৃহস্পতিবার) সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর জিয়াও ঝুর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। মোট কয়টি ব্যাংক লাইসেন্সে পাচ্ছে জানতে চাইলে অর্থমন্ত্রী জানান, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। বিষয়টি বাংলাদেশে ব্যাংকের পর্ষদ সভায় সিদ্ধান্ত নেয়া হবে। তিনটি এনআরবি ব্যাংকের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে চাপ রয়েছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘হ্যাঁ, চাপ থাকতেই পারে।’ অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বিষয়ে নতুন কৌশল প্রণয়ন করা হবে। এ ব্যাপারে চিন্তা-ভাবনা চলছে।’

নিজস্ব প্রতিনিধি

Related articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।