ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন

নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রোববার সকাল আটটা ৫৬ মিনিট ১০ সেকেন্ডে ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী শাহনাজ আক্তার বলেন, ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল ঢাকা থেকে ২১ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে দোহারের কাছাকাছি।।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ দশমিক ৭ কিলোমিটার। ঢাকা, টঙ্গী, কুমিল্লা ছাড়াও কলকাতায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।