সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হলে কিছুটা সময় লাগবেঃ সৈয়দ আশরাফ

সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হলে কিছুটা সময় লাগবেঃ সৈয়দ আশরাফ

ওহিদুল ইসলাম,এসবিডি নিউজ24 ডট কমঃ স্বাধীনতার ৪১তম বার্ষিকীতে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারও শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, এ বিচার হবেই। এই বিচারের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে। সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্যই সময় লাগছে। এই বিচারের দিকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেকের নজর আছে। অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন যে- বিচার তাড়াতাড়ি শেষ হচ্ছে না। কিন্তু সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হলে কিছুটা সময় লাগবে।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।