২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় ৯ বিষয়ে সৃজনশীল প্রশ্ন!

২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় ৯ বিষয়ে সৃজনশীল প্রশ্ন!

নিজস্ব প্রতিবেদক,এসবিডি নিউজ২৪ ডট কমঃ

২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান ও সমাজকল্যান বিষয়ের সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ ফেব্রুয়ারী শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশ্নের মানবণ্টনের ক্ষেত্রে পদার্থ বিজ্ঞান ও জীববিজ্ঞানে সৃজনশীল অংশের নাম্বার হবে ৪০। এছাড়া বহুনির্বাচনী প্রশ্নে থাকবে ৩৫ নাম্বার ও ব্যবহারিক পরীক্ষায় থাকবে ২৫ নাম্বার। হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনায় সৃজনশীল অংশের থাকবে ৬০ নাম্বার এবং বহু নির্বাচনী প্রশ্নে থাকবে ৪০ নাম্বার। ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান ও সমাজকল্যাণে সৃজনশীল অংশে ৬০ নাম্বার এবং বহুনির্বাচনী প্রশ্নে থাকবে ৪০ নাম্বার। চলতি ২০১২ সালের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

Admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।