অপরাধ নিয়ন্ত্রণে ফেসবুক!

অপরাধ নিয়ন্ত্রণে ফেসবুক!

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে বের করার অভিনব এক পন্থা বেছে নিয়েছে ভারতের আহমেদাবাদের পুলিশ বিভাগ। এ ক্ষেত্রে তারা এখন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের সহায়তা নিয়েছে। সম্প্রতি আহমেদাবাদ পুলিশের অপরাধ বিভাগ একটি ফেসবুক পেজ খুলেছে। কারও শিশুসন্তান হারিয়ে গেলে সন্তানের ছবি ও অন্যান্য বর্ণনা ওই পেজে শেয়ার করা যাবে। আর পুলিশ সেসব তথ্য নিয়ে হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে পেতে সাহায্য করবে। ফেসবুকে পাওয়া বিভিন্ন তথ্য নিয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে আহমেদাবাদ পুলিশ। তারা ফেসবুক পেজে পাওয়া দুটি ঘটনা অনুসন্ধান করছে। হারিয়ে যাওয়া শিশু কার্তিক রাজেন্দ্র ও বিশ্ব প্যাটেলের বিষয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ। হারিয়ে যাওয়া শিশুর পরিবার ফেসবুক পেজে তাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাসহ পুরস্কারেরও ঘোষণা দিয়েছে।
অপরাধ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে ২৭ মার্চ (মঙ্গলবার) টাইমস অব ইন্ডিয়া জানায়, বর্তমান প্রজন্মের কাছে ফেসবুক অত্যন্ত জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগের মাধ্যম। এর মাধ্যমে বিভিন্ন স্থান থেকে সহজেই মানুষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে। হারিয়ে যাওয়া শিশুদের ব্যাপারে খুব সহজেই তথ্য পাওয়া সম্ভব হবে পুলিশের পক্ষে। পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এরই মধ্যে এই পেজটি মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ তাদের হারিয়ে যাওয়া শিশুদের ব্যাপারে খোঁজ নেয়া শুরু করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।