১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

সুনিত বড়ুয়া,এসবিডি নিউজ24 ডট কমঃ আগামী ১ এপ্রিল রোববার থেকে দেশের ১০ শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষা। এবারের পরীক্ষায় মোট কত পরীক্ষার্থী অংশ নিচ্ছে সে সম্পর্কে এখনো চূড়ান্ত হিসাব পাওয়া যায়নি। তবে এবারের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৮ লাখের বেশি হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা। গত বছরের পরীক্ষায় অংশ নিয়ছিল মোট ৭ লাখ ৫৯ হাজার পরীক্ষার্থী।
এদিকে  বৃহস্পতিবার দুপুর দেড়টায় পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন। পরীক্ষা আয়োজনের সকল প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে আন্তঃশিক্ষা বোর্ড ও সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রফেসর ফাহিমা খাতুন বলেন, পরীক্ষা অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ। বরাবরের মতো এবারো উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এবার মোট কত পরীক্ষার্থী অংশ নিচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি বলে তিনি জানান।  এর আগে এ পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে দেশব্যাপী আন্দোলনে নেমেছিল বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে একপর্যায়ে সময়সূচি সংশোধন করা হয়। সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ২২ ও ২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য গণিত (তত্ত্বীয়) প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা যথাক্রমে ১৭ ও ২০ মে অনুষ্ঠিত হবে। ১৭ ও ২০ মের পরীক্ষাগুলো ২২ ও ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (িি.িফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ) থেকে সময়সূচি পাওয়া যাবে। ২৩ মে থেকে ৬ জুনের মধ্যে এইচএসসির সকল ব্যবহারিক পরীক্ষা শেষ হবে। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবে না।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।