সরকার বা বিরোধী দল কোনো সংগঠনই এমন কিছু কর্মসূচি দেবে না, যাতে শিক্ষার্থীদের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়ঃ শিক্ষামন্ত্রী

সরকার বা বিরোধী দল কোনো সংগঠনই এমন কিছু কর্মসূচি দেবে না, যাতে শিক্ষার্থীদের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়ঃ শিক্ষামন্ত্রী

রুপম হালদার,এসবিডি নিউজ24 ডট কমঃ উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা চলাকালে কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। ১ এপ্রিল (রোববার) পরীক্ষার প্রথমদিন ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার বা বিরোধী দল কোনো সংগঠনই এমন কিছু কর্মসূচি দেবে না, যাতে শিক্ষার্থীদের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়। এ সময় পরীক্ষা শান্তিপূর্ণভাবে হচ্ছে-এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রশ্ন গুণগত দিক থেকে মানসম্মত হয়েছে বলে তাকে জানিয়েছে শিক্ষার্থীরা। সুষ্ঠু পরীক্ষার জন্য বর্তমান সরকার পরীক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে বলেও দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, এখন ১ ফেব্রুয়ারি এসএসসি এবং ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। আর পরীক্ষার দুই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।

এ সময় শিক্ষাসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাহিমা খাতুন এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আয়শা বেগম তার সঙ্গে ছিলেন।

নিজস্ব প্রতিনিধি

Related articles