পুরো এপ্রিল জুড়ে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

পুরো এপ্রিল জুড়ে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

রুপম হালদার,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীসহ দেশের অনেক জায়গায় ৯ এপ্রিল (সোমবার) বৃষ্টিপাত হয়েছে। এছাড়া অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার দেশের কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হয়েছে। গত ১২ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সুনামগঞ্জে ৪৮ মিলিমিটার, সিলেটে ২৪ মিলিমিটার।

এছাড়া ঢাকাতে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। তবে ঢাকাতে রাত সাড়ে ৮টার পর বৃষ্টির পরিমাণ বেড়ে যায়।

রাজধানীতে দেখা যাচ্ছে এই রোগ, এই বৃষ্টি। গতরাতে মুষলধারে বৃষ্টি হয়েছে। এদিকে পুরো এপ্রিল জুড়ে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

নিজস্ব প্রতিনিধি