তাইওয়ানের পূর্বাঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানের পূর্বাঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্প

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ তাইওয়ানের পূর্বাঞ্চলে ৯ এপ্রিল (সোমবার) ভোরে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষতির কোন খবর পাওয়া যায়নি এবং সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৫টা ৪৩ মিনিটে সুয়াওয়ের ৭৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূ-পৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। এটি ছিল তাইপের ১৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

উল্লেখ্য, তাইওয়ান দু’টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এ দ্বীপ রাষ্ট্রটিতে প্রায় ভূমিকম্প আঘাত হানে।

গত ফেব্রুয়ারী মাসে তাইওয়ানের দ্বিতীয় বৃহত্তম নগরী কাওসিউংয়ে রিখটার স্কেলে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানলে লোকজন আতংকগ্রস্ত হয়ে পড়ে রাস্তায় বেরিয়ে আসে। তবে ওই ভূমিকম্পে ব্যাপক ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে তাইওয়ানে রিখটার স্কেলে ৭.৬ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে সেখানে প্রায় ২ হাজার ৪শ’ লোকের প্রাণহানি ঘটে। এটি তাইওয়ানে সাম্প্রতিককালের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ছিল।

আন্তর্জাতিক ডেস্ক