হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১৫ বিচারপতিকে স্থায়ী নিয়োগ দেয়া হয়েছে

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১৫ বিচারপতিকে স্থায়ী নিয়োগ দেয়া হয়েছে

মোক্তার হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১৫ বিচারপতিকে স্থায়ী নিয়োগ দেয়া হয়েছে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এ বিচারকদের নিয়োগ দিয়েছেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আজ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিচারকেরা হলেন—বিচারপতি মো. ফারুক (এম. ফারুক), বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি এ এন এম বশিরউল্লাহ, বিচারপতি আবদুর রব, বিচারপতি কাজী রেজা-উল হক, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি এ কে এম জহিরুল হক, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি মো. হাবিবুল গনি, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জে বি এম হাসান।

শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিজস্ব প্রতিনিধি