পাকিস্তানের কারাগারে জঙ্গি হামলাঃ কারাগারে থাকা ৯৪৪ জন বন্দির মধ্যে ৩৮৪ জন পালিয়ে গেছে

পাকিস্তানের কারাগারে জঙ্গি হামলাঃ কারাগারে থাকা ৯৪৪ জন বন্দির মধ্যে ৩৮৪ জন পালিয়ে গেছে

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগারে ১৫ এপ্রিল (রোববার) জঙ্গি হামলার মুখে ৪০০ কয়েদি পালিয়ে গেছে। নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, ১০/১২ জন জঙ্গি সকালে আফগান সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত পশতুন অঞ্চলের বান্নু শহরের কারাগারে সকালে হামলা চালায়। এতে প্রায় ৪০০ কয়েদি পালিয়ে যায়। তাদের মধ্যে বেশ কয়েকজন জঙ্গি সদস্য রয়েছে।

এ সময় জঙ্গিরা বন্দুক ও রকেটচালিত গ্রেনেড ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

অন্য এক পুলিশ কর্মকর্তা জানান, বান্নুর কারাগারে থাকা ৯৪৪ জন বন্দির মধ্যে ৩৮৪ জন পালিয়ে গেছে। জঙ্গিদের হামলার সময় লড়াইয়ে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

তেহরিক-ই-তালেবান এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। জঙ্গি সংগঠনটির একজন মুখপাত্র বলেন, এই হামলায় আমরা আমাদের কয়েকশ’ সহযোদ্ধাকে মুক্ত করেছি। অনেকেই নির্দিষ্ট গন্তব্য পৌঁছে গেছে।

ঘটনার পর আধা সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কারগারটি ঘিরে রেখেছে।

সূত্রঃ বিবিসি অনলাইন।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles