সিরিয়ার হোমসে গত দুদিনে নিহত শতাধিক

সিরিয়ার হোমসে গত দুদিনে নিহত শতাধিক

এসবিডি নিউজ২৪ ডট কম,ডেক্সঃ সিরিয়ার হোমস শহরে সরকারি বাহিনীর গুলিতে গত দুদিনে কমপক্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই সাধারণ নাগরিক। বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভের মূলকেন্দ্র হোমসে গত ৬ দিন ধরে সরকারি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সেখানে ট্যাংক থেকে বেপরোয়া গোলাবর্ষণ চলছে। এদিকে সিরিয়ার গেরিলা গোষ্ঠী আল-ফারুকের প্রভাবশালী কমান্ডার আব্দুর রাজ্জাক তালাস ও তার এক সহযোগী নিহত হয়েছেন। হোমস শহরে সরকারি বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে তিনি গতকাল নিহত হন। সাবেক সেনা কর্মকর্তা তালাস গত বছর সশস্ত্র গেরিলাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আল ফারুক গোষ্ঠী এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। সিরিয়াতে পুনরায় আরব লীগের মিশন পরিচালনার সম্ভাব্যতাকে ইতিবাচক বলে সাধুবাদ জানিয়েছে জার্মানি।

আন্তর্জাতিক বিশ্ব সিরিয়ার সমস্যা সমাধানে বরাবরই সেনা হস্তক্ষেপের পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট দান করে। কিন্তু রাশিয়া এবং চীনের ভোটোর জন্য সেনা হস্তক্ষেপের বিষয়টি নস্যাৎ হয়ে যায়। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র একাই সিরিয়ার ওপর সেনাবাহিনী প্রয়োগ করা হবে বলে হুমকি দিয়ে আসছে।

সূত্রঃ বিবিসি অন লাইন।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।