শীঘ্রই আসছে ফেইসবুক ফোন

শীঘ্রই আসছে ফেইসবুক ফোন

এসবিডি নিউজ২৪ ডট কম,ডেক্সঃ ভার্চুয়াল সামাজিক বন্ধন তৈরিতে সফলতার পরিচয় দিয়ে এবার স্মার্টফোন তৈরি করতে যাচ্ছে সামাজিক নেটওয়ার্ক সাইট ফেইসবুক। তবে একা নয়, তাইওয়ানের মোবাইল ফোন নির্মাণ প্রতিষ্ঠান এইচটিসির সঙ্গে যৌথ উদ্যোগে চলছে গুগলের অ্যান্ড্রয়েড সিস্টেম চালিত ‘বাফি’ নামের এই মোবাইল ফোন তৈরির কাজ। ফেইসবুক নিজস্ব ফোন ব্যবস্থা চালু করছে-এই খবর একবার চালু হয়েছিল গুজব হিসেবে। আবারও সে কথা শোনা যাচ্ছে। তবে এবার খবরটি দিচ্ছে টেক বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যম অল থিংস ডি। তাদের তথ্য অনুযায়ী ফেইসবুক মোবাইল ফোন নির্মাতাদের সঙ্গে ফোন তৈরির কাজ করছে। তাদের স্মার্টফোনের মূল উদ্দেশ্য ফেইসবুককে সহজে ব্যবহারের সুযোগ দেয়া। বর্তমানের খবর মোটামুটি নিশ্চিত যে, তারা কাজ করছে বৃহৎ মোবাইল ফোন নির্মাতা এইচটিসির সঙ্গে। এরই মধ্যে এইচটিসির দুটি ফোনে (সালসা এবং চা-চা) ফেইসবুক বাটন যোগ করা হয়েছে। অন্য কিছু সেট নির্মাতারাও তাদের সেটে ফেইসবুক বাটন যোগ করেছে। ফেইসবুক নিজের নামে যে সেট আনতে যাচ্ছে সেটা ভিন্ন ধরনের। এতে শুধু বাটন ব্যবহার করে ফেইসবুকে যাওয়া যাবে সেটাই নয় বরং ফেইসবুককে বিশেষভাবে সংযুক্ত করা হচ্ছে। এ কাজ অন্যরা আগেই করেছে। যেমন উইন্ডোজ ফোনে ফেইসবুক-টুইটার অপারেটিং সিস্টেমের মধ্যেই দেয়া আছে। তথ্যমতে, ফেইসবুক তাদের অ্যাপ্লিকেশনকে বিশেষভাবে পরিচালনার জন্য এইচটিসির একটি বিশেষ ভার্সন বেছে নিয়েছে। এটি তারা নিজেদের মতো পরিবর্তন এবং পরবির্ধন করে নেবে। আর এসব তথ্য দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ফেইসবুকের এক মুখপাত্র। অলথিংস ডি-কে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমাদরে মোবাইল স্ট্র্যাটেজি খুবই সরল। আমরা মনে করি সব মোবাইল ডিভাইসই ভালো, যদি সেটা সোশ্যাল মিডিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে। আমরা পুরো মোবাইল ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করছি-মোবাইল ফোন অপারেটর, হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান, অপারেটিং প্রস্তুতকারী প্রতিষ্ঠান, এমনকি অ্যাপ্লিকেশন ডেভেলপার। এর মূল উদ্দেশ্য হল এই বিশ্বের আরও ব্যবহারকারীকে একটি চমত্কার সোশ্যাল অভিজ্ঞতা দেয়া।’

সূত্রঃইন্টারনেট।

আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।