রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের একটি বাসে আগুন

রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের একটি বাসে আগুন

জাহিদ হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ হরতালের দ্বিতীয় দিনে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের একটি বাসে আগুন দেয়া হয়েছে। ২৩ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে বিএনপি কার্যালয়ের পাশেই রাখা ওই বাসে আগুন ধরানো হয় বলে জানা গেছে। অনাবিল পরিবহনের ওই বাসটি হরতালে দায়িত্ব পালনের জন্য পুলিশ বাসটি রিক্যুইজিশন করেছিল।

বাসে আগুন দেয়ার সময় এতে কেউ ছিল না। আগুন দেখে পুলিশ ও র‌্যাব সদস্যরা সেখানে যায়। অগ্নি নির্বাপন বাহিনী গিয়ে আগুন নেভায়। আগুন দেয়ার জন্য পুলিশ হরতাল সমর্থকদেরই দায়ী করেছে।

গত দুদিন ধরে হরতালের সময়ে বিপুল সংখ্যক পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে দায়িত্ব পালন করছে।

এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে মঙ্গলবারও হরতাল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিএনপি। ওই ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বাসটিতে আগুন দেয়া হয়।

নিজস্ব প্রতিনিধি

Related articles