নওগাঁয় ৩য় দিনে শান্তিপূর্ণ ভাবে হরতাল পালিত, ৭ জন আটক

নওগাঁয় ৩য় দিনে শান্তিপূর্ণ ভাবে হরতাল পালিত, ৭ জন আটক

আববাস আলী, নওগাঁ প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কমঃ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ইলিয়াস আলী সরকারের সন্ত্রাসী বাহিনীর দ্বারা অপহরনের প্রতিবাদে ২৪ এপ্রিল (মঙ্গলবার) ৩য় দিনে নওগাঁয় শান্তিপূর্ন ভাবে হরতাল পালিত হয়েছে। হরতাল পালনের সময় রাজ্জাক (২৮), গৌরাঙ্গ কুমার (২২), রিংকু (২৭), লিটন (২৮), রমজান আলী (২৭), সোহান হোসেন (২০) ও আলিম (২১) সহ ৭জন জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের সকলেই নওগাঁ শহরের বাসিন্দা। সকল যানবাহন, দোকান-পাট বন্ধ রয়েছে । বিভিন্ন ব্যাংক-বীমা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস খোলা থাকলেও সেগুলোতে কোন কাজ কর্ম ও লেনদেন চলছে না। প্রধান গেট বন্ধ রয়েছে। সকাল থেকেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই শহরের মুক্তির মোড়, তাজের মোড়, দয়ালের মোড়ে, কাজীর মোড়ে, বাস ষ্ট্যান্ডসহ বিভিন্ন মোড় ও পয়েন্টে বিএনপির নেতা কর্মীরা অবস্থান নিলেও কোন মিছিল করতে দেয়নি পুলিশ। শহরের বিভিন্ন স্থানে পুলিশ বসানো ছাড়াও র‌্যাব ও আইন শৃংখলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। হরতাল চলাকালীন সময়ে শহরের জহির প্লাজা থেকে জেলা যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা হরতালের বিপক্ষে মিছিল বের করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসবিডি নিউজ ডেস্ক