যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় মহান মে দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় মহান মে দিবস পালিত

আববাস আলী, নওগাঁ প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কমঃ যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে র‌্যালী করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মঙ্গলবার শহরের ঢাকা বাসষ্ট্যান্ড থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী বের করে। র‌্যালীটির নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: তাহমিদুল ইসলাম। আ’লীগের দলীয় কার্যালয়ের থেকে জাতীয় শ্রমিক লীগের র‌্যালী বের করে, র‌্যালীটির নেতৃত্ব দেন, জেলা আ‘লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ ফজলে রাববী, কেডির মোড় বিএনপির জেলা কার্যালয়ের থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি র‌্যালী বের করে, র‌্যালীটির  নেতৃত্ব দেন, জেলা বিএনপির সভাপতি সামসুজ্জোহা খান, র‌্যালীটির উদ্ধোধন করেন, পৌর মেয়র নাজমুল হক সনি, ঢাকা বাসষ্ট্যান্ড থেকে সংযুক্ত শ্রমিক ফেডারেশন একটি র‌্যালী বের করে, র‌্যালীটির নেতৃত্ব দেন, ফেডারেশানের সভাপতি শাহীন চিশতি ও গাজা গোলার মোড় থেকে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশান এর সভাপতি হাসান ইমাম তমাল এর নেতৃত্বে একটি র‌্যালী বের করে, কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন একটি র‌্যালী বের করে র‌্যালীটির নেতৃত্ব দেন ইউনিয়নের সভাপতি আঃ রাজ্জাক, সরিষাহাটির মোড় থেকে জেলা পিকআপ ভ্যান মালিক সমিতি ও শ্রমিক কল্যান সমিতি ও সুপারিপট্টি থেকে বেসরকারী সংস্থা বিএসডিও এর সহযোগিতায় বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন শ্রমিকরা পৃথক-পৃথক র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে স্ব-স্ব সংগঠনের নেতা কর্মী ও শ্রমিকরা স্বতস্ফূর্ত ভাবে অংশ নেন। পরে স্ব স্ব প্রতিষ্ঠান পৃথক পৃথক মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসবিডি নিউজ ডেস্ক