নওগাঁয় চার আদিবাসী হত্যার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় চার আদিবাসী হত্যার প্রতিবাদে মানববন্ধন

আববাস আলী, নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নওগাঁর মান্দা উপজেলার চকগোপাল গ্রামে চারজন আদিবাসী ক্ষেতমজুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে সোমবার দুপুরে শহরের মুক্তির মোড়ে মানববন্ধন পালিত হয়েছে।  মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ কর্মসুচী পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। মানববন্ধন চলাকালে জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিমল চন্দ্র, প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডী, উপদেষ্টা রফিকুল ইসলাম পিয়ারুল, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, নওগাঁ জেলা শাখার উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল, মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, এ্যাড. মহসিন রেজা প্রমুখ। পরে আদিবাসীদের বিক্ষো্ভ মিছিল শহরের প্রধান প্রধান প্রদক্ষিন করে। প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করে। পেশকৃত ৭ দফা দাবিগুলো হলোঃ অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদমত্ম করতে হবে, দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে দ্রুত শাসিত্মর ব্যবস্থা নিশ্চিত করতে হবে, ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারকে ক্ষতিপুরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ভুমি সংস্কার আইনের মাধ্যমে ভুমি সংক্রামত্ম বিরোধ নিষ্পিত্তি করতে হবে, সমতল ভুমি আদিবাসীদের জন্য আলাদা ভুমি কমিশন গঠন করতে হবে এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।  উল্লেখ্য গত ৪ মে জেলার নিয়ামতপুর উপজেলার পুংগি নিবুদা গ্রামের কয়েকজন আদিবাসী জেলার মান্দা উপজেলার চকগোপাল গ্রামে বিরোধীয় জমির ধান কাটতে গেলে ৪জন আদিবাসী নির্মম ভাবে খুন হয়।

এসবিডি নিউজ ডেস্ক