নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৫১ তম জন্মবার্ষিকী পালিত

নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৫১ তম জন্মবার্ষিকী পালিত

আববাস আলী, নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলা ভাষা ও সাহিত্যের চিরকালের অহংকার কালজয়ী উজ্জ্বল নক্ষত্র চিরায়ত বিশ্ব কবি রবীন্দ্রনাথের নিজস্ব জমিদারী কালীগ্রাম পরগনার জমিদারী পরিচালনার কাচারী বাড়ী নওগাঁর আত্রাই উপজেলার পতিসর গ্রামে। কবির ১৫১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে পতিসর কুঠিবাড়ী চত্বরে বসেছে মানুষের মিলন মেলা। নেমেছিল কবি ভক্ত অনুরাগীদের ঢল। মঙ্গলবার থেকে আয়োজন করা হয়েছে ২ দিন ব্যাপী আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও গ্রামীণ মেলার। তবে স্থানীয় ভাবে আয়োজন করেছে ১২ দিন ব্যাপী। জেলা প্রশাসন আয়োজিত বেলা সাড়ে ১২ টায় ফেষ্টুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ,এইচ এম খায়রুজ্জামান লিটন। জেলা প্রশাসক মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইসরাফিল আলম এমপি, শহীদুজ্জামান সরকার এমপি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান নুরুল ইসলাম ঠান্ডু, সাবেক এমপি ওহিদুর রহমান, রবীন্দ্র গবেষক অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, সাবেক অধ্যক্ষ শরীফুল ইসলাম খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আহমার উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিদুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মালেক, আত্রাই উপজেলার চেয়ারম্যান এবাদুর রহমান, রানীনগর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ধামইরহাট উপজেলার চেয়ারম্যান দেলদার হোসেন, এত্রাই উপজেলা নির্বাহী অফিসার আঃ সোবহান প্রমূখ বক্তব্য রাখেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় ভাবে আয়োজন করা হয়েছে ১২ দিনের নানা কর্মসূচী। এখানে বসেছে গ্রামীণ মেলা হরেক রকমের আসবাবপত্র কুটির শিল্পজাতদ্রব্য, প্রসাধনী, খেলনা ইত্যাদির বিপুল সম্ভার। তাদের প্রিয় জমিদারের জন্মবার্ষিকীর জাতীয় এই অনুষ্ঠানকে ঘিরে পতিসর ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। প্রতিটি বাড়ীতে এসেছে মেয়ে জামাইসহ অন্যান্য আত্মীয় স্বজন মিঠাই মিষ্টান্নসহ বাড়ীতে বাড়ীতে আয়োজন করা হয়েছে রকমারী খাবার।

এসবিডি নিউজ ডেস্ক