লন্ডনে হামলার পরিকল্পনাঃ ব্রিটেনে ৯ জনের কারাদন্ড

লন্ডনে হামলার পরিকল্পনাঃ ব্রিটেনে ৯ জনের কারাদন্ড

এসবিডি নিউজ২৪ ডট কম,ডেক্সঃ জঙ্গি হামলার পরিকল্পনার দায়ে ৬ বাংলাদেশিসহ ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত। ২০১০ সালে ক্রিসমাসের আগে লন্ডন স্টক একচেঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনা ও পাকিস্তানে একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার দায়ে গত বৃহস্পতিবার লন্ডনের উলউইচ
ক্রাউন কোর্ট অভিযুক্ত ৯ জনের বিরুদ্ধে এ দন্ডের রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত গ্রুপের নেতা ওয়েলসের কার্ডিফে বসবাসরত বাঙালি বংশোদ্ভূত আব্দুল মালিক মিয়াকে সবচেয়ে বেশি মেয়াদ ১৬ বছর ১০ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। বাকি ৮ জন যথাক্রমে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা মকসুদুর রহমান চৌধুরীকে ১৩ বছর, গ্রুপ লিডার আব্দুল মালিক মিয়ার সহোদর কার্ডিফের গুরুকান্ত দেশাই নামধারী আব্দুল মান্নানকে ১২ বছর, পূর্ব লন্ডনের নিউহ্যামের বাসিন্দা বাংলাদেশি বংশোদ্ভূত শাহ মোহাম্মদ লুৎফুর রহমানকে ১২ বছর, পাকিস্তানি বংশোদ্ভূত ওমর লতিফকে ১০ বছর ৪ মাস, স্টর্ক অন ট্রেন্টে বসবাসরত বংলাদেশি বংশোদ্ভূত আবুল বশর মোহাম্মদ শাহজাহানকে কমপক্ষে ৮ বছর ১০ মাস, পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খান ও নাজাম হোসেইনকে ৮ বছর এবং বাংলাদেশি বংশোদ্ভূত মুহিবুর রহমানকে ৫ বছরের কারাদন্ডে দন্ডিত করে আদালত। দন্ডিতদের মধ্যে দুজনকে আল-কায়েদার অনলাইন ম্যাগাজিনে প্রকাশিত পাইপবোমা তৈরির প্রক্রিয়া সম্পর্কে আলোচনাকালে গ্রেফতার করা হয়েছিল। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় অন্যদের। উলউইচ ক্রাউন কোর্টের বিচারক মি. উইলকি তার রায়ে বলেন, ত্রাস ছড়ানো, সম্পদহানি ও অর্থনীতির বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্যকে সামনে রেখে আসামিরা লন্ডন স্টক একচেঞ্জের একটি টয়লেটে পাইপ বোমা বসানোর পরিকল্পনা করছিল। রায়ে বলা হয়, ‘সন্ত্রাসীদের প্রশিক্ষণ দানের জন্য পাকিস্তানে কেন্দ্র গড়ে তোলা জঙ্গিদের একটি দীর্ঘমেয়াদি সন্ত্রাসী পরিকল্পনার উদ্যোগ ছিল। ব্রিটিশ মুসলিম তরুণদের জঙ্গি প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যই ছিল এই পরিকল্পনার লক্ষ্য। ২০১০ সালে ক্রিসমাসের আগে সন্ত্রাসী হামলার খবর প্রকাশিত হলে ব্রিটেনজুড়ে শুরু হয় তোলপাড়।

সূত্রঃ রয়টার্স।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।