জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আনোয়ার হোসেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন। ১৭ মে (বৃহস্পতিবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবীর পদত্যাগ করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ সফিউল আলম সাংবাদিকদের জানান, আজ বিকেলে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে শরীফ এনামুল কবীর পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর আগে আজ বিকেলে শরীফ এনামুল কবীরকে বঙ্গভবনে ডেকে পাঠান রাষ্ট্রপতি। এদিকে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী জানান, শরীফ এনামুল কবীরের পদত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি।

এর আগে উপাচার্যের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ আন্দোলন শুরু করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে প্রথমে শিক্ষকদের এবং পরে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করা হয়। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে উপাচার্যের বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি