যত শিগগির সম্ভব আসামিদের ধরতে হবে, এভাবে চলতে দেয়া যায় নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

যত শিগগির সম্ভব আসামিদের ধরতে হবে, এভাবে চলতে দেয়া যায় নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের ওপর হামলাকারীদের শিগগির গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

২৮ মে (সোমবার) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ আশ্বাস দেন।

এর আগে রাত ৯টার দিকে মহাখালীর আমতলিতে কার্যালয়ের নিচে সাংবাদিক রিফাত নেওয়াজ ও সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতমকে এলোপাতাড়ি কোপায় সন্ত্রাসীরা। হামলায় আহত হন অফিস সহকারী রুহুল আমিনসহ আরো কয়েকজন সংবাদকর্মী। আহতদের মধ্যে তিন জনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে রাত ১টার দিকে সেখানে যান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

একটি সংবাদপত্র কার্যালয়ের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তার প্রতিক্রিয়া চাইলে সাহারা বলেন, “পরিস্থিতি স্বাভাবিক আছে কি না, সেটা আপনারা বলতে পারবেন। তবে যে ঘটনা শুনলাম তা কারোরই কাম্য নয়। তদন্ত শুরু হয়েছে। ধরার চেষ্টা চলছে। যত শিগগির সম্ভব আসামিদের ধরতে হবে। এভাবে চলতে দেয়া যায় না।”

তবে এ ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিশেষ প্রতিনিধি

Related articles