কালীগঞ্জে বাস উল্টে খাদে পড়ে এক শিশু নিহত আহত-২০

কালীগঞ্জে বাস উল্টে খাদে পড়ে এক শিশু নিহত আহত-২০

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনি-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার ভাকারী ব্রীজ সংলগ্ন মহাসড়কের একটি কালভাটের নির্মাণ কাজ চলছে সেখানকার বাইপাস রোড পারা পারের সময় রংপুর থেকে ছেড়ে আসা একটি বাস উল্টে ডান পাশের বিলে পড়ে যায়। এতে সালিম নামে এক শিশু নিহত হয়, আহত কমপÿÿ ২০ জন।

প্রত্যÿদর্শীরা জানান, উপজেলার  ভোটমারী এলাকায় রংপুর থেকে ছেড়ে আসা পাটগ্রাম গামী যাত্রীবাহি অনিন্দ্য পরিবহন নামের একটি বাস গতকাল বিকেল ৫টার দিকে ওই এলাকার নিমাণাধীন কালভাটের পাশ দিয়ে তৈরি বাইপাস রোড পার হওয়ার সময় উল্টে ডান পাশে থাকা বিলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা স্থানীয় জনতা প্রাথমিক ভাবে তারা উদ্ধার কাজ চালায়। পরে পুলিশ ও ফায়ার সাভির্স কর্মীরা উপস্থিত হয়ে তারাও উদ্ধার কাজ চালাতে থাকে। বাসে থাকা কিছু যাত্রী লাফ দিয়ে নেমে পরে এতে উপজেলার কাকিনা বাজার এলাকার কমর উদ্দিনের ৯ মাসের শিশুপুত্র সালিম নিহত হয়। তার পরিবারের কয়েকজন মহিলা শিশু সমত্মান সহ হাতিবান্ধা আত্নীয়র  বিয়ে বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একই পরিবারের লিজা (৯), হৃদয়(৭) সোনিয়া (৩২) সহ কমপÿÿ ২০ জন আহত হয়। এদিকে বাসটি পানির নিচে ডুবে থাকায় ভিতরে আটকে পরা যাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছে না এতে মৃতের সংখ্যা বাড়তে পারে। এ রিপোট লেখা পর্যমত্ম উদ্ধার কাজ চলছে। বাসাটি এক নজর দেখতে হাজার হাজার জনতা ঘটনাস্থল যান। এব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ থানার এসআই শহিদুল ইসলাম রাত সাড়ে ৮টার দিকে জানান উদ্ধার কাজ চলছে আর কোন লাশ পাওয়া যায়নি।

এসবিডি নিউজ ডেস্ক