মোবাইল বিলের উৎসে কর কমছে!

মোবাইল বিলের উৎসে কর কমছে!

তমাল সান্যাল,এসবিডি নিউজ24 ডট কমঃ মোবাইল ফোনের বিলের ওপর দুই শতাংশ হারে উৎসে কর এবং সিমকার্ড ও সফটওয়ার আমদানিতে প্রস্তাবিত শুল্ক কমানোর আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  ২০ জুন (বুধবার ) বিকেলে অর্থ মন্ত্রণালয়ে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। অপারেটর রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ৭ জুন জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেটে মোবাইল ফোনের বিলের ওপর দুই শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, পোস্ট-পেইড মোবাইল ফোন গ্রাহকের ক্ষেত্রে মোট বিলের ওপর এবং প্রি-পেইড গ্রাহকের ক্ষেত্রে কার্ড বিক্রি বা রিচার্জের সময় দুই শতাংশ হারে এই কর কাটা হবে।

বর্তমানে মোবাইল ফোন গ্রাহকরা বিলের জন্য ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধ করছেন।

আন্তর্জাতিক টেলিফোন কলের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) সার্ভিসের প্রাপ্ত সমুদয় অর্থের ওপর এক শতাংশ হারে এবং অন্যান্য ক্ষেত্রে আইজিডব্লউ প্রদত্ত অর্থের ওপর ৫ শতাংশ হারে উৎসে আয়কর কাটার প্রস্তাবও করেছেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) হিসাবে, বর্তমানে বাংলাদেশে ৯ কোটির বেশি মোবাইল ফোন গ্রাহক রয়েছে।

নিজস্ব প্রতিনিধি