আগামী ১৫ বছরের জন্য টু-জি লাইসেন্স পেল দেশের চারটি বেসরকারি মোবাইল অপারেটর

আগামী ১৫ বছরের জন্য টু-জি লাইসেন্স পেল দেশের চারটি বেসরকারি মোবাইল অপারেটর

সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ আগামী ১৫ বছরের জন্য টু-জি লাইসেন্স পেল দেশের চারটি বেসরকারি মোবাইল অপারেটর। দীর্ঘ নয় মাস জটিলতার পর ১৫ বছরের জন্য এই লাইসেন্স নবায়ন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা-বিটিআরসি।

৭ আগষ্ট (মঙ্গলবার) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের প্রতিনিধিদের হাতে নবায়নকৃত লাইসেন্স তুলে দেন। বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসন, রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার, বাংলালিংকের চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) আহমেদ ফাদি এবং সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী ও বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লাইসেন্স নবায়নের জন্য এবার চার অপারেটরকে সব মিলিয়ে প্রায় ৭ হাজার ৫৬৩ কোটি টাকা ফি দিতে হচ্ছে।

উল্লেখ্য,গত বছর নভেম্বরে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়।

বিশেষ প্রতিনিধি