অরক্ষিত বেনাপোল বন্দরঃ ১১৪ কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার

অরক্ষিত বেনাপোল বন্দরঃ ১১৪ কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার

সুমন হালদার, এসবিডি নিউজ২৪ ডট কমঃ দেশের প্রধান বেনাপোল স্থলবন্দর দিয়ে রফতানি বাণিজ্য হ্রাস পেয়েছে। চলতি অর্থবছরে ৬ মাসে সরকার বেনাপোল থেকে প্রায় ১১৪ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে চলতি ২০১১-১২ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ২৪৭৫ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৩৯ দশমিক ৮৭ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী প্রণব মুখার্জী বলেন বেনাপোলসহ বিভিন্ন বন্দর দিয়ে ভারত সরকার ২০১০-১১ অর্থবছরে ৮ হাজার ৮৫ কোটি টাকার পণ্য রফতানি করেছে বাংলাদেশে। এ সময় বাংলাদেশ ১ হাজার ২৬৭ কোটি টাকার পণ্য ভারতে রফতানি করে। যা ২০০৪-২০০৫ সালে ২ লাখ ৯২ হাজার ট্রাক পণ্য ভারতে রফতানি হয়। এ সময়ে আমদানি হয় ২ লাখ ৭ হাজার ৪৩০ ট্রাক পণ্য। ২১ জানুয়ারি বেনাপোল পেট্টাপোল চেকপোস্টে কারপাস স্লিপ চালুর উদ্ভোধনকালে প্রণব মুখার্জী এ তথ্য দেন। বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, (২০১২-১২) চলতি অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯২ কোটি ৮৭ লাখ টাকা কিন্তু আদায় হয়েছে ১৮৫ কোটি ৫২ লাখ টাকা। আগস্ট মাসে এ লক্ষ্যমাত্রা ছিল ২০৩ কোটি ৭৯ লাখ টাকা, আদায় হয়েছে ১৭২ কোটি ২৬ লাখ টাকা। সেপ্টেম্বর মাসে লক্ষ্যমাত্রা ছিল ১৯২ কোটি ৮৭ কোটি টাকা, আদায় হয়েছে ১৮৯ কোটি ৪০ কোটি টাকা। অক্টোবর মাসে লক্ষ্যমাত্রা ছিল ২০৮ কোটি ৮৬ লাখ টাকা, আদায় হয়েছে ১৬৮ কোটি ৪৪ লাক টাকা। নভেম্বর মাসে লক্ষ্যমাত্রা ছিল ১৯৭ কোটি ৯২ লাখ টাকা, আদায় হয়েছে ১৭০ কোটি ৭০ লাখ টাকা। ডিসেম্বর মাসে লক্ষ্যমাত্রা ছিল ১৯৭ কোটি ৯৮ লাখ টাকা, আদায় হয়েছে ১৬৮ কোটি ১০ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০০৯-১০ অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউজে রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রা ছিল ১৭৮৩ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছিল ১৯৪০ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছিল ১৫৭ কোটি টাকা। ২০১০-১১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল দুহাজার ২৫০ কোটি টাকা। আর আদায় হয়েছিল দুহাজার ৩২৬ কোটি ২৮ লাখ টাকা। অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছিল ৭৬ কোটি ২৮ লাখ টাকা। কিন্তু চলতি ২০১১-১২ অর্থবছরের বিগত ৬ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১১৯৪ কোটি ২৯ লাখ টাকা, কিন্তু আদায় হয়েছে ১০৫৪ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে ১৩৯ কোটি ৮৭ লাখ টাকার রাজস্ব কম আদায় হয়েছে।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।