ইউরোপজুড়ে তুষারপাতঃ নিহত পাঁচ শতাধিক

ইউরোপজুড়ে তুষারপাতঃ নিহত পাঁচ শতাধিক

এসবিডি নিউজ২৪ ডট কম,ডেক্সঃ ইউরোপজুড়ে তুষারপাতে নিহতের সংখ্যা সাড়ে পাঁচশ’ ছাড়িয়ে গেছে। এ ছাড়া, বলকান অঞ্চল ও ইতালিতে নতুন করে আরো তুষারপাত হয়েছে। এতে কোনো কোনো দেশের ঘরের ছাদ পর্যন্ত বরফ জমেছে। ফলে হাজার হাজার মানুষ এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া, ইউরোপের বিখ্যাত দানিয়ুব নদীর পানি জমে বরফে পরিণত হওয়ায় কয়েকশ’ কিলোমিটার পথে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। গত ২৭ বছরের মধ্যে এই প্রথম এমন ধরনের পরিস্থিতির মুখে পড়ল দানিয়ুব। মন্টেনিগ্রোর রাজধানীতে গত ৫০ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ ২০ ইঞ্চি বরফ পড়েছে। এতে শহরের বিমানবন্দর ও সার্বিয়ায় যাওয়ার রেলপথ বন্ধ হয়ে গেছে। তুষারপাতের ফলে বিভিন্ন এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ায় রোমানিয়ায় ৩০ হাজার ও বলকান অঞ্চলে প্রায় এক লাখ ১০ হাজার মানুষ সব ধরনের যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মধ্যে শুধু মন্টেনিগ্রোতে আটকা পড়েছে ৬০ হাজার মানুষ যা দেশটির মোট জনসংখ্যার শতকরা ১০ ভাগ। এদিকে, রোমানিয়ায় নতুন করে আরো আটজন নিহত হয়েছে। এ নিয়ে দেশটিতে তুষারপাতে নিহত হলো ৬৫ জন। এ ছাড়া, সার্বিয়ায় নতুন করে মারা গেছে তিনজন, চেক প্রজাতন্ত্রে একজন এবং অস্ট্রিয়ায় একজন।

সূত্রঃ বিবিসি অনলাইন।

 

আন্তর্জাতিক ডেস্ক

Related articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।