ইরানের তাবরিজে দুটি শক্তিশালী ভূমিকম্পঃ নিহত ১৮০,আহত ১৪০০

ইরানের তাবরিজে দুটি শক্তিশালী ভূমিকম্পঃ নিহত ১৮০,আহত ১৪০০

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ এবং ৬.৫ মাত্রার দু’টি আলাদা ভূমিকম্পে অন্তত ১৮০ জন নিহত এবং ১৪০০ মানুষ আহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় জরুর কেন্দ্র থেকে এ খবর দেয়া হয়েছে। পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজের কাছাকাছি আহার-এ শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫৩ মিনিটে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ছয়টি গ্রামের সব ঘর-বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ দিয়েছেন ইরানের রাষ্ট্রীয় জরুরি কেন্দ্রের প্রধান গোলামরেজা মাসুমি। তিনি আরো জানান, ভূমিকম্পে আহতদের তাবরিজ ও আরদেবিল শহরের চিকিতসা কেন্দ্রগুলোতে সরিয়ে নেয়া হয়েছে। এদিকে, ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উপ-প্রধান মোর্তেজা আকবরপুর বলেছেন, ভূমিকম্পের পর ওই এলাকায় ছোট-বড় বিভিন্ন মাত্রার ১১টি আফটার শক বা ভূমিকম্প পরবর্তী ভূ-কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প দূর্গত এলাকায় এরইমধ্যে কয়েকশ’ ত্রাণকর্মী পাঠানো হয়েছে বলে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্ধার ও ত্রাণ সংস্থার প্রধান মাহমুদ মোজাফফার জানিয়েছেন। তিনি আরো জানান, এ ভূমিকম্পে আহার, ভারজাগান, মেহরাবান এবং হারিস জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles