মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা এখনও অনিশ্চিত!

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা এখনও অনিশ্চিত!

জহিরুল আলম,এসবিডি নিউজ24 ডট কমঃ মেডিকেল কলেজে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আবেদনটি দাখিল করা হয়। আগামী ২৬ আগষ্ট (রোববার) এর ওপর শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জিপিএর ভিত্তিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। এরই ধারাবাহিকতায় রিট আবেদনকারী ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন। এতে পরীক্ষার ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া শুরুর জন্য স্বাস্থ্যসচিব, শিক্ষাসচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। ইউনুস আলী আকন্দ নিজেই আবেদনটি হাইকোর্টে উপস্থাপন করেন । সম্পূরক এ আবেদনে বলা হয়, ‘জাতীয় শিক্ষানীতি ২০১০-এর ২৩ অধ্যায়ের ১ নম্বর ধারা অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের এক মাসের মধ্যে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’ শিক্ষানীতির ১০ নম্বর অধ্যায়ের ১ নম্বর ধারায় বলা আছে, মেডিকেল কলেজে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক শেষে ভর্তি পরীক্ষা নেয়া অব্যাহত থাকবে। ভর্তি পরীক্ষায় কোনো প্রার্থী দুই বছরের বেশি সময় পাবেন না। এসব যুক্তি তুলে ধরে ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের জানান, শিক্ষানীতি অনুসারে পরীক্ষার ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া শুরু করতে হবে। চলতি বছরের ১৮ জুলাই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হয়। কিন্তু এখনো ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। কিন্তু মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এই প্রক্রিয়া শুরু না হওয়ায় পরীক্ষার ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া শুরুর আবেদন করা হয়েছে। রোববার বিষয়টি কার্যতালিকায় আসবে এবং ওই দিনই এর ওপর শুনানি হতে পারে বলে তিনি জানান।

নিজস্ব প্রতিনিধি

Related articles