ব্যথার ওষুধ নারীদের শ্রবণশক্তির ক্ষতি করে!

ব্যথার ওষুধ নারীদের শ্রবণশক্তির ক্ষতি করে!

এসবিডি নিউজ24 ডট কম.ডেক্সঃ ইবুপ্রোফেন ও প্যারাসিটামলের মতো ব্যথানাশকের নিয়মিত ব্যবহার নারীদের শ্রবণশক্তি হারানোর ঝুঁকি বাড়াতে পারে। গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। ৬২ হাজার নারীর ওপর নতুন একটি গবেষণা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। এতে দেখা গেছে, যে নারীরা সপ্তাহে দুবার ব্যথানাশক ব্যবহার করেন তাঁদের শ্রবণ ইন্দ্রিয়ের কার্যকারিতা হারানোর ঝুঁকি ১৩ শতাংশ বেড়ে যায়। আর যাঁরা সপ্তাহে ছয়বার ইবুপ্রোফেন ব্যবহার করেন তাঁদের শ্রবণশক্তি হারানোর ঝুঁকি ২৪ শতাংশ। আর সপ্তাহে পাঁচবার প্যারাসিটামল ব্যবহারে এই ঝুঁকি ২১ শতাংশ বেড়ে যায়। তবে যেসব নারী নিয়মিত অ্যাসপিরিন ব্যবহার করেন তাঁদের শ্রবণশক্তি হারানোর ঝুঁকির বিষয়টি জানা যায়নি। গবেষকেরা জানান, ব্যথানাশক ব্যবহারের সঙ্গে শ্রবণক্ষমতা হারানোর ঝুঁকির কারণ কী এবং এই ক্ষতি স্থায়ী কি না, সে বিষয়টি তাঁরা এখনো জানতে পারেননি। গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের নার্সেস হেলথ স্টাডি জরিপ থেকে তথ্য নেয়া হয়েছে। ১৯৯৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়ে এক লাখ ১৬ হাজার ৪৩০ জন নিবন্ধিত নার্স জরিপটি চালান। পরে ওই সব তথ্য বিশ্লেষণ করে শ্রবণক্ষমতা হারানোর ১০ হাজারের বেশি ঘটনা ধরা পড়ে।

সূত্রঃ সাপ্তাহিক নুতনদেশ।

আন্তর্জাতিক ডেস্ক