প্রখ্যাত কণ্ঠশিল্পী আশা ভোঁসলের তনয়া বর্ষা’র আত্মহত্যা

প্রখ্যাত কণ্ঠশিল্পী আশা ভোঁসলের তনয়া বর্ষা’র আত্মহত্যা

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী আশা ভোঁসলের মেয়ে বর্ষা ভোঁসলে আত্মহত্যা করেছেন। ৮ অক্টোবর (সোমবার) মুম্বাইয়ের পেডার রোডে নিজ ভবনে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রের গুলিতে বর্ষা আত্মহত্যা করেছে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।

এর আগে ২০০৮ সালের সেপ্টেম্বরে মাত্রাতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বর্ষা। আশার তিন সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি। সাংবাদিকতা ও লেখালেখির পাশাপাশি কয়েকটি হিন্দি ও মারাঠি ছবিতে প্লেব্যাকও করেছেন তিনি। দ্য সানডে অবজারভার ও রেডিফ পত্রিকায় কলাম লেখক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্ষার পরিবার তার আত্মহত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে কিছু বলে নি। তবে একটি ব্যক্তিগত সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরে তিনি ভুগছিলেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক ডেস্ক