এনার্জি ড্রিংসে অ্যালকোহল মেশানো হচ্ছে!

এনার্জি ড্রিংসে অ্যালকোহল মেশানো হচ্ছে!

রুপম হালদার,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীসহ সারাদেশে এনার্জি ড্রিংসে অ্যালকোহল মেশানো হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ডিন অধ্যাপক আ ব ম ফারুক। রেডিও তেহরানের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান  ‘স্বাস্থ্যকথা’কে দেয়া এক সাক্ষাৎকারে এ আশংকার কথা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের প্রখ্যাত এ শিক্ষাবিদ ও বিজ্ঞান বিষয়ক জন সচেতনামূলক লেখক ড. ফারুক বলেন, অতীতে বাংলাদেশে একবার অ্যালকোহল মেশানো ‘এনার্জি ড্রিংস’ বিক্রির চেষ্টা হয়েছিল। সে সময় তা গণ-দাবির মুখে বানচাল হয়ে যায় এবং  ওই দুই এনার্জি ড্রিংসের বিক্রি বাতিল হয়ে যায়। তিনি আরো জানান,বাংলাদেশে যে সব এনার্জি ড্রিংস বিক্রি হচ্ছে তাতে অতি মাত্রায় ক্যাফিন রয়েছে। ১০ কাপ চা’য়ে যে পরিমাণ ক্যাফিন থাকে এ সব এনার্জি ড্রিংসের একটি কৌটায় সে পরিমাণ বা তার চেয়ে বেশি ক্যাফিন থাকে। তাতক্ষণিক উদ্দীপনা সৃষ্টির জন্য আজকাল এ সব কথিত এনার্জি ড্রিংসে আরো থাকছে অতি মাত্রায় গ্লুকোজ।ডায়াবেটিস রোগী বা যারা ডায়াবেটিসের প্রান্তসীমায় আছেন তাদের জন্য এ ধরনের ড্রিংস মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। একই সঙ্গে এ সব পানীয় স্বাভাবিক মানুষকে ডায়াবেটিস রোগে আক্রান্ত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ ছাড়া, নিয়মিত এনার্জি  ড্রিংস পান করলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে বলে জানান তিনি।

নিজস্ব প্রতিনিধি

Related articles