জেসিকা ইরফান এর কবিতা (বালিহাঁস)

জেসিকা ইরফান এর কবিতা (বালিহাঁস)

>>>বালিহাঁস>>>
***জেসিকা ইরফান***

——————————————————————————————————————>>>

 

বালিহাঁস শোনে আচানক প্রণয়ের শিস
উড়ে যায় উড়ে আসে প্রণয় পবন,
চুম্বক সমান দীর্ঘ টান অনুরণিত হলে যুগল প্রান
সাগর হয়ে যায় সেই হাত,জেগে ওঠে একলা বালুচর,
দলছুট একলা বালিহাঁস ।
যদি আর সুর বেজে না ওঠে,যদি গহীনে সুর থেমে যায়
অই হাঁস উড়ে যাবে চোখের আড়াল
দূরদেশ থেকে কষ্টের রূপকথা এসে যাযাবর
নক্ষত্র হবে সন্ধ্যার গোপন আকাশ,চাঁদ মাখা দুধ ভাত ।

খুঁজে নেবে কি অন্য প্রণয়,নীল এক ফালি ভোরের আকাশ ?
প্রতিবিম্ব থাকবে না স্মুতি টলটলে জলে ।
দীর্ঘ শ্বাসটুকুন কুয়াশায় মিলে মিশে যাবে,

লীন প্রণয়ের আঙ্গুলে বেজে কি যাবে প্রণয়ের সিতার
অন্ধকারে সেই দিন রাত্রিগুলো,সেই জোনাকির মতো ?

অতিথি লেখক