চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলে ভূমিকম্পঃ মিয়ানমারে নিহত ১

চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলে ভূমিকম্পঃ মিয়ানমারে নিহত ১

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ চট্টগ্রাম ও আশপাশের এলাকা, ভোলা ও পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলে ১১ নভেম্বর (রোববার) সকালে ৬ দশমিক ৬ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশে প্রাথমিকভাবে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৬ দশমিক ৬ তীব্রতার ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল মিয়ানমার সীমান্ত। আজ সকাল সাতটা ১২ মিনিট ৪৬ সেকেন্ডে এটি অনুভূত হয়। চট্টগ্রামে ভূকম্পনটির স্থায়িত্ব ছিল ১৫ সেকেন্ড। তবে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে ভূকম্পনটির তীব্রতা ছিল ৬ দশমিক ৮।

জানা গেছে, জেলার মঠবাড়িয়া উপজেলায়ও একই সময় ভূকম্পন অনুভূত হয়। এ সময় বলেশ্বর নদ ও খাল-পুকুরের পানিতে কম্পন সৃষ্টি হয়। এতে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আতঙ্কিত হয়ে মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। মঠবাড়িয়া উপজেলার মাঝের চরের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের ওয়্যারলেস অপারেটর আবদুল হালিম জানান, ভূকম্পনের সময় বলেশ্বর নদ ও জলাশয়গুলোর পানি ফুলে উঠে ঢেউয়ের সৃষ্টি হলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অপরদিকে, এ ভূমিকম্পে মিয়ানমারে এক ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া কয়েকজন নির্মাণশ্রমিক নিখোঁজ রয়েছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিনিধি