পিতা-মাতা কাছে থাকলে শিশুর মনোবিকাশ তরান্বিত হয়

পিতা-মাতা কাছে থাকলে শিশুর মনোবিকাশ তরান্বিত হয়

শহিদুল ইসলাম,এসবিডি নিউজ24 ডট কমঃ বাড়ন্ত অবস্থায় শিশুরা তাদের বাবা-মাকে বেশি সময় কাছে পেতে চায়-এমনটাই জানালেন যুক্তরাজ্যের একদল গবেষক। গবেষকদের দেয়া নতুন তথ্যে জানা যায়, শিশু যত বড় হয় সে তার বাবা-মায়ের সঙ্গে তত বেশি সময় কাটাতে আগ্রহী হয়ে ওঠে। বাবা-মা খুব বেশি সময় পরিবার থেকে দূরে থাকলে শিশুরা চিন্তিত হয়ে পড়ে। বিষয়টি নিয়ে গবেষকরা ৬ থেকে ১০ বছর বয়সী ২৫৫ শিশুর ওপর পরীক্ষা চালান। এসময় প্রত্যেক শিশুর বাবা অথবা মাকে রাখা হয়েছিল। এক্ষেত্রে দেখা যায়, শতকরা ৫৯ ভাগ শিশু সব সময় তাদের বাবা অথবা মাকে কাছে পেতে চায়। এদিকে প্রতি আটজনের মধ্যে একজন মা সপ্তাহে এক থেকে দুইদিন তাদের বাচ্চাদের প্রতি পূর্ণ মনোযোগ দিতে পারেন। কঠোর পরিশ্রমের কারণে ইচ্ছা থাকলেও তারা তাদের বাচ্চাদের প্রতি দৃষ্টি দিতে পারেন না বলে জানান। ব্রিটেনের ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টিং ইনস্টিটিউট কমিশনের জরিপের ফলাফলে দেখা যায়, বাড়তি চাপ পারিবারিক জীবনকে প্রভাবিত করে। মানসিক চাপের কারণে তারা শিশুদের প্রতি পূর্ণ মনোযোগী হতে পারেন না। শিশুর মনোবিকাশে এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে বিজ্ঞানীরা জানান।

সূত্রঃ ডেইলি মেইল।

আন্তর্জাতিক ডেস্ক