রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের ওপর সশস্ত্র শিবির কর্মীদের হামলাঃ গ্রেফতার ৭

রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের ওপর সশস্ত্র শিবির কর্মীদের হামলাঃ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানী ঢাকার কারওয়ান বাজারে একদল সশস্ত্র শিবির ক্যাডার পুলিশের ওপর হামলা চালিয়েছে। এ সময় তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। হামলায় এক পুলিশ সার্জেন্ট আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফার্মগেট থেকে আকস্মিক বেরিয়ে ২৫০-৩০০ শিবির ক্যাডার অতর্কিত হামলা চালায় পুলিশের ওপর। এ সময় একটি গাড়িতে তারা আগুন ধরিয়ে দেয়। এ সময় পান্থপথ সংলগ্ন বিভিন্ন গলিতে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে গত ৫ নভেম্বর মতিঝিলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। তারপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘাত চলছে। সোমবার জয়পুরহাট শহরের অদূরে ছাত্রশিবিরের কর্মীরা এক পুলিশ সদস্যের গায়ে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে পুলিশের ওপর চড়াও হচ্ছে জামায়াতকর্মীরা। অন্যদিকে জামায়াতের অভিযোগ, পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে।

নিজস্ব প্রতিনিধি

Related articles