শিক্ষার্থী ভর্তিতে সংসদ সদস্যদের জন্য প্রস্তাবিত কোটা রাখার সিদ্ধান্ত বাতিল

শিক্ষার্থী ভর্তিতে সংসদ সদস্যদের জন্য প্রস্তাবিত কোটা রাখার সিদ্ধান্ত বাতিল

রুপম হালদার,এসবিডি নিউজ24 ডট কমঃ বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে সংসদ সদস্যদের জন্য প্রস্তাবিত কোটা রাখার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। ১৩ নভেম্বর (মঙ্গলবার) শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। মন্ত্রী জানান, যেহেতু ৩৫০ জন সংসদ সদস্য এর সঙ্গে জড়িত, তাই এ বিষয়টি নিয়ে আমরা প্রধানমন্ত্রীর মতামত চেয়েছি। তিনি বলেছেন, এভাবে কোটা দেয়া ঠিক হবে না। আমরাও এমপিদের জন্য আলাদা কোটা রাখা ঠিক হবে না বলে মনে করছি।

প্রসঙ্গত, গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ে বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নিয়ে এক সভার পর শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী জানিয়েছিলেন, ভর্তির ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য দুই শতাংশ কোটা চালু করতে নীতিমালা সংশোধন করার সিদ্ধান্ত হয়েছে। এই খবর গণমাধ্যমে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরাও এ উদ্যোগের বিরোধিতা করেন। দুটি মানবাধিকার সংগঠন সোমবার ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করে।

নিজস্ব প্রতিনিধি