এফবিসিসিআই নির্বাচনঃ ভোট নেয়া শেষ, গণনা চলছে

এফবিসিসিআই নির্বাচনঃ ভোট নেয়া শেষ, গণনা চলছে

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24ডট কমঃ দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১২-১৪ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন ২৪ নভেম্বর (শনিবার) বিকেল ৫টা ২০ মিনিটে শেষ হয়েছে। নির্বাচনে শতকরা ৯১ শতাংশ ভোট পড়েছে। সকাল নয়টায় শুরু হওয়ার কথা থাকলেও ভোট নেয়া শুরু হয় সকাল ৯টা ২৬ মিনিটে। এ কারণে ভোট নেয়ার সময় বাড়ানো হয় এক ঘণ্টা। আগের নির্ধারিত সময়ে ভোট নেয়া শেষ হওয়ার কথা সাড়ে চারটায়। এফবিসিসিআইয়ের নির্বাচন পরিচালনায় গঠিত বোর্ড জানিয়েছে, চেম্বার গ্রুপের ৩৯০ জন ভোটারের মধ্যে ৩৮৩ জন ভোট দিয়েছেন। আর অ্যাসোসিয়েশন গ্রুপের এক হাজার ৬১১ জন ভোটারের মধ্যে এক হাজার ৪৩৯ জন ভোট দিয়েছেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় ভোট গণনা শুরু হয়েছে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাংসদ মো. আলী আশরাফ সন্ধ্যায় বলেন, ‘নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে। সবার সহযোগিতা পেয়েছি। এবার রেকর্ডসংখ্যক ভোট পড়েছে।’ নির্বাচনে কোনো ধরনের চাপ অনুভব করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কোনো ধরনের চাপ অনুভব করিনি। বরং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অনেককে ধমক দিয়েছি। সে জন্য ভোটার ও প্রার্থীদের অনেকে হয়তো চাপ অনুভব করেছেন।’

নিজস্ব প্রতিনিধি

Related articles